০৩ আগস্ট ২০১৫

জুবিন ঘোষ

বাইশে শ্রাবণ  
 
    বৃষ্টি তখন তন্ময় 
    বাইশ শ্রাবণ রাতে 
জানল কে সে প্রেমের আলাপ 
                    জ্যোৎস্না গলা চাঁদে । 

    বৃষ্টি তখন নির্বাক
    উজান স্বেচ্ছাচার 
এবার বুঝি কিশোরী 
                    ভাঙল নদীর পার ।  

   বৃষ্টি তখন ভাটিয়াল 
    মাতাল নৃত্য এসে 
খবর এলো শ্রাবণী 
                    তলিয়ে গেছে ভেসে !  





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন