০৩ আগস্ট ২০১৫

কবিরুল ইসলাম কঙ্ক

বৃষ্টি ভেজা 

আমতলাতে কিশোরী মন
পটলচোখে বিজলি,
বর্ষাদিনে আদল নেয়ে
এই মেয়ে তুই মজলি ।

লাঙল কাঁধে ফিরছে ও কে ?
কালো পাথর গড়ন,
বৃষ্টি মাখা হৃদয় তোর
তাকাস না মেয়ে, শোন 

চাষার ছেলে বনমালী
ত্বক রোদে পোড়া,
আমতলাতে একলা মেয়ের
হৃদয় প্রেমে ভরা ।

তাকায় মেয়ে মাটির দিকে
অসংখ্য সংঘাত,
চাষার ছেলে একলা মেয়ের
জড়িয়ে ধরে হাত ।

আমতলাতে ভিজছে দুজন
আমরা সবাই জানি,
বৃষ্টি ভিজে ওরাই লিখুক
নিজেদের কাহিনী ।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন