০৩ আগস্ট ২০১৫

পলাশ ব্যানার্জী

বৃষ্টি এলে .....

বৃষ্টি এলে রাস্তা ভেজে
ভেজে শরীর মন ,
বৃষ্টি এলে কল্পনাতে
উঠবে আলোড়ন ।
বৃষ্টি এলে গাছগাছালি
নতুন রূপে রসে ,
বৃষ্টি এলে প্রকৃতি তার
নতুন অঙ্ক কষে ।
বৃষ্টি এলে পাখির বাসা
কচি কাঁচারা ভেজে ,
বৃষ্টি এলে বাংলা ভেজে
আপন রূপে সেজে ।
বৃষ্টি এলে গলির মোড়ে
হাঁটু সমান জল ,
বৃষ্টি এলে বস্তি ছেলে
নামবে নিয়ে বল ।
বৃষ্টি এলে চাষীর ঘরে
উঠোন ডোবা জল ,
বৃষ্টি এলে  বন্যা আসে
চোখ যে ছলছল  ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন