০৩ আগস্ট ২০১৫

অনল আবেদিন

বৃষ্টি 

আহা কী বৃষ্টি! 
অপূর্ব সৃষ্টি
টুপটাপ
ঝিরঝির
তুলতুল
দমকা হাওয়া
মুষল ধারা
ইলশেগুড়ি
বরফকুচি
মুচকি হাসি
জাপটে ধরি
বৃষ্টি হাসি
আহা কী বৃষ্টি!
সুন্দর সৃষ্টি
নাচে আনন্দ
আনন্দে নাচি
ভাজামাছে ভোনাখিচুড়ি
আচার পাপড়
বৃষ্টিদিনে তোমার সাথে 
বৃষ্টিরাতে তোমার আদর
বৃষ্টিপাত বাঁদর বাঁদর
আহা কী বৃষ্টি! কষ্টসৃষ্টি

এত অনাসৃষ্টি 
দয়ামায়াহীন ধারাজল
পাখিদের কথা ভাবনায় কই
নেই ভাবনায় দিনমজুর 
কুলি কামিনের রুটিবুজি নেই
সৃষ্টির ধারাজলে অনাসৃষ্টিও 
তবে নাচে তা তা থৈ 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন