০৩ আগস্ট ২০১৫

শুভঙ্কর ঘোষ

বৃষ্টি-চোর

মিষ্টিমুখের বৃষ্টিকথায়
ভিজতে চাইলে বল,
দুজন মিলে গড়ব মেঘে
বৃষ্টি-চোরের দল ৷

দিগ্বিদিকের সৃষ্টিছাড়া
বর্ষাতি মুখ চিনে,
ওদের দেব মেঘ উপহার,
বৃষ্টি পুতুল কিনে ৷

ঘর হবে এক ঝড়ের মত
রঙধনু, মেঘ ফুটবে,
মুছতে ব্যথা শুকনো মুখের
ঘোড়ার মত ছুটবে ৷

বৃষ্টি-চুরি সৃষ্টি-চুরি
সকল চোরের দেশে,
বলবে দেখো বৃষ্টি হলাম
বর্ষাঋতুর বেশে ৷





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন