০৩ আগস্ট ২০১৫

জৈদুল সেখ

আকাশের ঝর্না


যেভাবে ইচ্ছে সেইভাবেই ঝর
দুঃখের সব বাঁধ ভেঙে সৃষ্টি কর
জীবনের নতুন পথ, নিরাশ্রয় আকাশে, 
শিখুক সংগ্রামী ঝর্না; একা নয় বাতাসে
তুমি নেমেই এসো তোমার মতো, 
ভিজিয়ে দাও আমার ভ্যাপসা দেহ
ধুয়ে যাক জাতপাতের অহংকারী ছুঁতো
আর তোমার উপরে ভেসেই বাড়াব ভালোবাসার মোহ
আকাশে তোমাকে দেখে পাই ভয়;
আর যখন ছুয়ে দাও সবেই আমার জয় । 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন