০৩ আগস্ট ২০১৫

ইন্দ্ৰনীল পালচৌধুরী

বৃষ্টি  


আজ বৃষ্টিটা না হলে হয়তো এরকম হতো না, 
আজ বৃষ্টিটা না হলে হয়তো আবার নতুন করে তোর প্রেমে পড়তাম না, 
তোর বৃষ্টি ভেজা চুলে যখন ঝোড়ো হাওয়ারা হাত বুলিয়ে যাচ্ছিল, 
বা যখন  বৃষ্টির ফোঁটাগুলো তোর কপাল বেয়ে চুঁয়ে চুঁয়ে নেমে আসছিল, 
তুই জানিস না কতটা সুন্দর লাগছিল তোকে, 
তোর চশমার কাঁচে জমা বৃষ্টির ফোঁটাগুলো 
অনেক চেষ্টা করছিল তোকে ছোঁয়ার, 
আমিও করছিলাম. 
কিন্তু ছুঁতে পারিনি তোকে, 
স্পৰ্শ করতে ভুলে গেছিলা
এতটাই মুগ্ধ ছিলাম তোকে দেখ
স্পৰ্শটা পেলে হয়তো সেটাই পৃথিবীর উষ্ণতম স্পৰ্শ হতো
ইচ্ছা ছিল তোকে সারাজীবন এভাবেই বৃষ্টিতে ভিজতে দেখার, 
কিন্তু বৃষ্টি কি সারাজীবন হবে?
আচ্ছা? যদি সময়কে থামিয়ে দিই? 
যদি ওকে কিছুক্ষণ দাঁড়িয়ে যেতে বলি? 
সারাজীবন নাহলেও অন্তত কিছুক্ষণের জন্য? 
পারব না? 
কেন? 
সময় কি ভালোবাসা বোঝে না? 
ভালবেসে থামতে বললে কি থামবে না? 
সময় নষ্ট করার মতো সময় কি সময়ের নেই






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন