১১ মে ২০১৪

কবিতা - মনসুর আজিজ


আকাশী রঙের চাদর



আকাশী রঙের চাদরে এঁকেছি ভাসমান মেঘমালা
চাঁদের হাসিতে তারার বসতি জোনাকির ডালপালা
উঠোনের পর চারচালা ঘর তারপরে বাঁশঝাড়
পার হয়ে গেলে লতাপাতা ঘেরা আমাদের খালপাড়

সামনে তাকালে মটরের ক্ষেত কলাইয়ের নীলফুল
মরিচের মেয়ে ফিক করে হাসে কানে তার লাল দুল
মাটির মাদুলি গলাতে জড়ায়ে হেঁটে যায় ওরা কারা
এবাড়ি ওবাড়ি দাবড়িয়ে যায় ওরাতো মাটির তারা

শিমুল সকালে আল ধরে হেঁটে শিশিরের চুমু পায়ে
ডাহুকের দল পাখনা ছড়ায়ে রোদ মাখে কালো গায়ে
আলো আঁধারির লুকোচুরি খেলা মেঘপরীদের দেশে
আঁকতে আঁকতে চলে এসেছি একেবারে তার শেষে

হেমন্ত আমার এমনি ছিলো দুরন্ত ছেলেবেলা
তার ছবিটাই ক্যানভাসে আঁকি ঘরেতে বসে একেলা। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন