০৯ মে ২০১৪

কবিতা - হামিম হোসেন মণ্ডল (বুলবুল)

বয়স সময় 



বয়স বয়ে চলে সময়ের গতিতে
অজানা বছরের দিকে,
সুখ-দুঃখ রং-মলিনতা গায়ে মেখে
   সঞ্চিত হয় বহু অভিজ্ঞতা

অগত্যা হঠাত্একদিন নিভে যায়
        জীবনের অমূল্য বাতি

থমকে দাঁড়ায় বয়সের অদম্য গতি

তবুও সময় গড়িয়ে চলে
   চলে তার নিজ গতিতে। 






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন