০৯ মে ২০১৪

দুটি কবিতা - সুদীপ্ত বিশ্বাস

ফুটপাত 



খাচ্ছে তারা ব্যাকটিরিয়া
খাচ্ছে তারা ছাইপাঁশ
এসব নিয়েই বাঁচছে তারা
 গোটা জীবন দিন মাস

ফুটপাতেতেই বাঁচছে তারা
ফুটপাতটাই ঘর
ফুটপাতটাই আপন শুধু
আর সবটাই পর

ছেঁড়া কাঁথা ইটের বালিশ
 হাজার লোকের হিসু
এসব নিয়েই ঘুমিয়ে পড়ে
   কলকাতার যীশু'

ঘুমের ঘোরে রাতদুপুরে
 উঠলে গায়ে গাড়ি
পুলিস এসে পেটায় কষে
  দোষটা যেন তারই

হাজার বারও ভাবে যদি
 ফুটপাতটাই ঘর
ফুটপাতটাও অন্য কারও
ফুটপাতটাও পর



জীবন মানে



জীবন মানে দখিন হাওয়া অল্প কিছু পাওয়া

জীবন মানে হিমেল বাতাস অনেক হারিয়ে যাওয়া। 

জীবন মানে তরাই-ডুয়ার্স, ভাটিয়ালির গান

জীবন মানে কান্না-হাসি, অল্প অভিমান।

জীবন মানে দূর পাহাড়ের মাঝ রাতের আলো

জীবন মানে কালো মেঘে বিদ্যুৎ চমকাল

জীবন মানে প্রজাপতি লাল ফুলটার পাশে

জীবন মানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে।

জীবন মানে এই ফুল তুই কার খুশিতে ফুটিস ?

থ্রিজির যুগে জীবন মানে ইঁদুর দৌড়ে ছুটিস...

জীবন মানে একটু আলো একটু বেঁচে থাকা

জীবন মানে আকাশ জুড়ে রামধনুটা আঁকা

জীবন মানে পাগল বাউল যায় না তাকে বোঝা


জীবন মানে ভালবাসা, মিথ্যে মানে খোঁজা … 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন