০৯ মে ২০১৪

কবিতা - আশরাফ জুয়েল

আসন্ন ঠোঁট


 

গ্রীষ্মের দুপুরেও আমার শহরের আকাশে কুয়াশা,
আমি আপ্লুত হয়ে যাই,
ভ্রুণজাত শীত কি এই দুঃসময়ে মুক্তির গান হয়ে এল ? 
বুঝি বেঁচে থাকার গান !
সবই সদ্যপ্রসূত ভুল,
মস্তিষ্কের চশমায় পড়েছে ধুলোর আস্তর, 

বর্ষপঞ্জিকার চোখে কারা যেন ঘষে দিয়েছে নুড়িপাথর, 
পরিযায়ী পাখি ফিরে যাচ্ছে সঞ্চয়হীন ঠোঁটে,
সুদিন কি ফিরবে না ?

ফিরবেফিরতেই হবে !
পরিকল্পনামাফিক স্পষ্ট পাপড়ির নীচে লুকিয়ে থাকবে
সূদীর্ঘ মিছিল,
কেউ একজন সামনে এসে বারুদ জ্বালাবেই লোমশ শ্লোগানের বুকে,
তাদের নারীরা মিছিলের সম্মুখভাগে এঁকে দেবে রাজতিলক,
কাংখিত উল্লাস এগুতে থাকবে অভিষ্ঠ বিজয়মঞ্চ অভিমুখে,
সেদিন আসন্ন,
যেদিন সমস্ত ঠোঁট মুখরিত হবে মুক্তির গানে। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন