০৯ মে ২০১৪

দুটি কবিতা - তন্ময় ভট্টাচার্য

 নিয়ম

 প্রত্যেকবার
আমিই ভেঙেছি
ফিরে ফিরে গেছি
লাথিও খেয়েছি প্রতিদান হিসেবে

এবারও প্রেমিকই
আগুন এনে দেবে...






আবদার



তোর সানগ্লাসে ছিল বিশ্বাস
আমি বৃষ্টি দেখতে পাইয়েছি
যেন সাদাকালো কিছু আহ্লাদ
ওই হাসির মতোই
ধরাও যায় না
ছোঁয়াও যায় না


তবু হাসিটুকু চেয়েছি 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন