০৯ মে ২০১৪

দুটি কবিতা - রাজর্ষি মজুমদার

অন্ধকারের মদ 


অন্ধকারে থাকলে হাত নাড়াতে ভয় লাগে
দরজার দিকে যেতে যেতে -
সে যেন আমার নয় ; কতকাল পুরোনো বিছানা
কতকাল পুরোনো হয়েছে ভয়

শহর আমায় সাহস দিয়েছে, রাস্তাকে বাতি
কাঁচের গ্লাসে করে মদ খেয়ে গেছে অন্ধকারে




ভিজে 


পাড়ের অবিশ্বাস্য বিরতি খুঁজে ফেলেছো স্থির -
রেখার মতন বোতামের যোগাযোগ অল্প অল্প ওড়ে -
বারিষ দিনের ওপাশে

সমস্তবাড়ি ভিজে
ওষুধটুকু বুঝিও মিলিকে
মন্দলাগা মুছে গেলে, দেখতে লাইটার জ্বালাব। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন