০৯ মে ২০১৪

দুটি কবিতা - সেলিম উদ্দিন মণ্ডল

দুটি কবিতা



আমার প্রথম প্রেমিকা ছিল একটা পাহাড়

দ্বিতীয় একটা গাছ

তৃতীয় একটা নদী

এবার আগুনের সাথে প্রেম করতে চাই

 

আমার উষ্ণতা ক্রমশ কমছে ...


প্রত্যেকদিন মৃত্যুর পর

ভাবি, আমি শালা অমর


তারপর আয়নার সামনে দাঁড়িয়ে দেখি

সেই শুয়োরের বাচ্চাই রয়ে গেছি



আসলে মৃত্যুগুলো তো বৃথা





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন