০৯ মে ২০১৪

কবিতা - কাজী সোহেল

একলার সুখ



তারপর থেকে আর লিখিনি চিঠি
তারপর থেকে একলাই ভালো লাগে
আমার যা কিছু ভালো
পরেছে তোমার ভাগে 
ফাল্গুনি রাত, বর্ষা দুপুর, শরত সন্ধ্যা-বেলা
তুমিহীন ক্ষণ কাটে, আমার একলা-একলা খেলা

তারপর থেকে ঘরে-রাজপথে একলা আমার দিন
কিছু সবুজের কাছে বাকি পরে আছে
কিছু থেকে গেল নীলের কাছে ঋণ 
তারপর থেকে কবিতা আমার ছিমছাম সংসার
একলাই সুখ একলার সুখে ভেসেছি বারংবার

তারপর থেকে ভালো আছো তুমি থাকি ভালো আমিও

তোমার পৃথিবী গড়েছ তুমি আমার খবর না-নিও 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন