০৯ মে ২০১৪

দুটি কবিতা - ঝুম্পা রায়



দুটি কবিতা 




.

কাগজের বাক্সে সময়ের দেশলাই

ঘষলেই জ্বলে ওঠে অভিমান বারুদে

তাজ্জব হয়ে শুধু সেই খেলা দেখাদেখি

টোকাটুকি শব্দেরা মিশে যায় অন্ত্রে

ছন্দেরা খুঁজে ফেরে সুঘ্রান চোরাবালি

নিঃশেষ হতে থাকে কলমের লাল কালি




.

সেদিন আকাশে চাঁদ

ছিলনা বলে

তারাদের প্রভুত্ব দেখেছিলাম

দিন কতক পরে

পূর্ণিমার চাঁদ উঠল

জ্যোস্নার বন্যায় ভেসে গেলো

তারাদের তেজ

ভৃত্য হয়ে ধরা দিল অবশেষে ...

অমাবস্যার কাছে । 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন