০৯ মে ২০১৪

কবিতা - ইন্দ্রনীল


খেয়ালী / ৪৩ 


অবসরে কোনো একদিন লিখে যাব ক্ষ
তোমাকে বাঁচিয়ে রাখার কবিতা

ছুঁয়ে যাওয়া হাওয়া আর তৃণদের সাথে 
কত বাঁকে ছেড়ে আসি কত চেনা মুখ 
আমাদের ক্ষয়ে যাওয়া পৃথিবীতে 
অবসরে ফ্ল্যা ব্যাকে দেখে নেব তাদের,
ঈশ্বরকণা দেখা না গেলেও সে যেমন আছে 
তেমনি তুমিও জুড়ে আছ আমার সাথে 
এটা তুমি জেনে রেখো, চন্দ্রা

মুলতুবি হয়ে যাওয়া গতরাতের জলসায় 
ছেড়ে আসা না বলা কথা 
লিখে যাব ক্ষ অবসরে 
তোমাকে বাঁচিয়ে রাখার কবিতায় 
পড়ে নিও তুমি, চন্দ্রা
অবসরে কোনদিন কোনক্ষণে
ঢলে পড়া গোধুলিবেলায় 
আর মনে মনে বলে ফেল 
বন্ধু তোমার তো অবসর নেই 
তবে কখনই বা লিখে যাবে 
সেই বাঁচিয়ে রাখার কবিতা




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন