০৯ মে ২০১৪

কবিতা - দীপান্বিতা পাল


মেহগনি 



আরো কয়েকটা দিন বেশি
অপেক্ষা করব বৃষ্টির জন্য
ততদিন ঝড় লাগুক মেহগনির পাতায়
আরো বেশি কয়েকটা দিন
দমকা হাওয়া এলোচুলে
প্রতিপক্ষ, কঠিন লড়াই হোক। 


আমার মেহগনি গাছটা কেবল
তো্মার নাম জানে
এইভাবেই আদার দোকানে
ফুলকপির বিবর্ণ সবুজে
মাংস রান্নার ম্যারিনেটে 

একদিন আমি তো্মাকে পুরোটা হারিয়ে ফেলব। 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন