০৩ আগস্ট ২০১৬

ডঃ সুজাতা ঘোষ

ওটা কি চাঁদ না সূর্য ?

ওটা কি চাঁদ না সূর্য?
মাথার উপর সাদা সাদা তুলোর মত মেঘ
এখন প্রায় সন্ধ্যে হতে চলেছে
চাঁদই হবে

ঠিক নারকেল পাতার সুড়সুড়ি দেওয়া মাথার উপর
চোখ দুটো ঘুরছে আর শরীরটা স্থির
ক্লান্ত, বিধ্বস্ত, দিশাহীন আমি

প্রতিটা মূহুর্তই হলদেটে হয়ে যাওয়া স্মৃতি.........
ঢেউগুলো গোল গোল করে বালি নিয়ে আসে
অনেক আশা নিয়ে পাড়ের দিকে
একেবারে শেষে আছাড় খায় আর
গুড়ো গুড়ো হয়ে ছড়িয়ে পড়ে সমস্ত স্মৃতি
আর ভালোবাসার সাত রং

আবার আসছে ধাপে ধাপে আরও রং ধরে
সূর্যর আলো পড়ে চিকচিক করছে ঘোলাটে সমুদ্র
আমার পা দুটো থেমে গেছে কখন ঠিক বুঝতে পারি নি
অনেকগুলো বালি আছাড় খেল আমার সাদা নরম পায়ে
এখন ওরা সোনালী

মেঘগুলো সরে গেছে অনেক দূরে
আচ্ছা, ওদের তো এগোতে দেখিনি............
তবে কি আমরাই সরে সরে যাচ্ছি আর
ভাবছি চাঁদসূর্য গোল গোল ঘুরছে?

আমার চিন্তাগুলো গোল গোল ঘুরছে,
আশাইচ্ছা - স্বপ্ন জট পাকিয়ে গেছে চিন্তার সুতো ধরে

চাঁদটা আরো উপরে উঠছে আস্তে আস্তে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন