০৪ আগস্ট ২০১৬

পলাশ ব্যানার্জী

শুকনো কবির লেখা পড়ে 

শুকনো কবির লেখা পড়ে আজ বৃষ্টি নেমে এলো
ফুটপাথে নয়, রাস্তাতে নয়, কলম ভিজলো ।

শরীরে জল নাই বা লাগুক, ভেজা কলমের টানে -
ছেঁড়া কাগজ ভিজিয়ে লিখি বৃষ্টি ভেজার মানে ।

বৃষ্টির জল কাগজ ভেজায় মন যে ভেজে না,
জলের তোড়ে সময় ভিজে, - লেখা থামে না ।

শুকনো কবির লেখা কখনো চলে যায় ক্যারিব্যাগে -
বৃষ্টিভেজা - ধুলো মাখানো নিয়তির ওই ত্যাগে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন