০৩ আগস্ট ২০১৬

চিরঞ্জিৎ সরকার

ব্রহ্মঞ্জান

শূন্য ব্রহ্ম দুটোই আঁধার হয়ে
তবু আছি কোন এক বিশ্বাসে
কি বিস্ময়! তারাদের মাঝে

সহজ হয়েপূর্বপুরুষ শুয়ে থাকে
সহজ হও সুলভ নয়
অথবা ভাঁঙো নিজেকে
এতো ভয় কেন?বাঁচো
অথবা বাঁচতে দিয়ে
দ্যাখো সহজ কত
সংসারে প্লাবন যে জলে
সে জলে তোমার
ভাসান নেই
শব্দের অধিন হয়ে
লিখি,শুনি,মুখস্থ করি
বসে শব্দ ষড়যন্ত্রে মাতি
শব্দের নেশায় বুনি মৃত্যু
প্রভু হাসেন অঙ্ক দেন গুঁজে
নীরব থাকি ,দেখি
নীরবতার সম্পদ হারিয়ে যায় নিঃশ্বাসে




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন