০৩ আগস্ট ২০১৬

গার্গী মুখার্জী

জ্যোৎস্না স্নান

আজকে রাতে ভিজবে নাকি
জ্যোৎস্না আলোর ধারায়,
আলোর পথে পা বাড়িয়ে
চাঁদ তারাদের পাড়ায়।

নাচছে ময়ূর গাইছে কোয়েল
মত্ত আলোক স্নানে,
পশুপাখি হরিণ হাতি
ভাসছে খুশির বানে।

উঁচু উঁচু গাছের বনে
আলো ছায়ার খেলা,
চাঁদ ছোঁয়ায় বনের মাঝে
নানা রঙের মেলা।

চাঁদ ভিজিয়ে ঝরছে দেখ
মিষ্টি চাঁদের  হাসি,
জ্যোৎস্না সাগর পাড়ি দিতে
আলোর বুকে ভাসি।

চাঁদ বলল আমার পিঠে
চড়েই তবে বসো,
বিশ্বভুবন এক নিমেষে
ঘুরবে যদি এসো।

আকাশ বাতাস সাগর পাহাড়
ডুবে আলোর জলে,
ধরার পরের একোন শোভা
দেখছি খেলার ছলে।

ঘুম ভাঙতেই আঁতকে উঠি
মাথায় মায়ের হাত,
চাঁদের স্নিগ্ধ জ্যোৎস্না ধারায়
ভিজেছি সারা রাত।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন