০৩ আগস্ট ২০১৬

দীননাথ মণ্ডল

বিবর্তন

ইতিহাসের আগে থেকেও
আমি তোমাকে চিনি
ছায়া-রৌদ্র খেলার
ছবিটার মতো
খনিগর্ভের কয়লাগুলো
গাছ হয়ে নড়ছিল বাতাসে
ডোডো পাখির কঙ্কালটি
শিস দিয়ে যেতো আকাশে

তোমার ঠোঁট চোখ
অঙ্গ-প্রত্যঙ্গের কিছুই পালটাইনি
একটু দেখার জন্য
চেয়ে থাকতে ভাঙা জানলাটার সামনে
তাও আবার ঘোমটা টেনে
পাছে কেউ দেখে ফেলে
শান্ত অগ্নিগিরির ভেতরে
দুর্বার প্রলয় স্রোত
কপাল চুয়ে ঘাম হয়ে
পড়ত মাটিতে
শুষ্কমাটির বুকে আমিও
কোদাল চালাতে চালাতে শুঁকতাম
মাটিতে তোমার গন্ধ অতৃপ্ত হৃদয়ে
ভাঙা দেওয়ালে আঁকতে
গিরিমাটির শুকশারির আলপনা...

সময় জল হয়ে মিশেছে বাতাসে
শিশির ভেজা শিউলি
ঝড়ে পড়েছে গাছ থেকে
ব্যস্ত সময় মাড়িয়েছে পায়ে পায়ে
আজ তা আদিমবুদ্ধির ছেলেমানুষী
পাগলামি
এসেছে আমবাগানে পার্ক, সিনেমার নীল অন্ধকার, ডান্সবার
আরও কত কী...
পাল্টে গেছে তোমার চাওয়া পাওয়ার
ঠিকানাও ... 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন