০৩ আগস্ট ২০১৬

হাবিব মন্ডল

মুহূর্ত 

তোমাকে দেখেছি গ্রীষ্মের দুপুরে
সূর্যকে মাথায় নিয়ে
ধানের চতুষ্কোণ আঁকা আঙিনাতে
বিন্দু বিন্দু জলকনায়,
দু-বক্ষের মাঝে নদী হয়ে সমুদ্রের সন্ধানে
তোমাকে দেখেছি বর্ষার সকালে
ঝিরিঝিরি বৃষ্টির মাঝে
গামছা মাথায়,মুদির দোকানে
তোমাকে দেখেছি কনকনে শীতের রাতে
ঠান্ডা জলে,সৌন্দর্য বাড়িয়ে চলেছো
কখন ধুয়ে যাবে সাবানের শেষ ফেনা,
তারই অপেক্ষায়,
তোমাকে দেখেছি বসন্তের বিকেলে
বেলাশেষে,গোধূলি লগ্নে
বাঁকা কোমরে কলসী নিয়ে
তোমাকে দেখেছি রাতভোর স্বপ্নে
বিছানার কোণে তখনও তুমি



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন