০৩ আগস্ট ২০১৬

অরুণিমা মন্ডল দাস

শ্রাবণের ধারা

ভুলে যাওয়া ছোটবেলাকার টেডিবিয়ার ,ব্যাট ,পাশের বাড়ির দুষ্টু ছেলে
মামাতো দাদার রঙচঙে বান্ধবী
ছোট্ট বাড়ীতে বন্ধ দরজা জানালার কিছু হারানোর দীর্ঘশ্বাস
বারবার ফিরে আসা ঝড়ে বাঁধন না মানা আলিঙ্গন

কালো মেঘ
ডাক দিতেই সুন্দর রাজকুমার
ঝরঝর বৃষ্টির ধারাতে এক কোমর জল
ডুব দিতে গিয়েই  দেখি সুদর্শন রাজকুমারের অর্ধ পচা নোংরা দেহ
কাদার পবিত্রতা হারিয়ে পচা দুর্গন্ধযুক্ত ডোবা

তবু
আমি শ্রাবন ভালোবাসি বৃষ্টির কাছে টানা অনুভব করি
কোন ট্রেন ধাক্কা মেরে পিষে চলে গেলেও ফোঁটা ফোঁটা
জলধারাতে চারাগাছ হয়ে গজিয়ে উঠি
বাতাসের যেকোন ছুরি দিয়ে হৃৎপিন্ড কেটে নিয়ে যায়
মেঘলা দখিনা হাওয়া সেদিক থেকেই শ্রাবণ প্রেমিক আদরে সিঁদুর পরায়

সদ্য বিধবার স্বামী বিরহে চোখের জলের সমব্যথী শ্রাবণ
কাতরে উপছে উঠে
গলা বুক ভেসে কোন মৈথুনের তীব্র পরকীয়া আকাঙ্খা

ঝরঝর প্রেমে ভাসা ছোট্ট নৌকাতে এলোমেলো শয়নে দম্পতির রঙ্গ পরিহাস



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন