০৩ আগস্ট ২০১৬

সুনীল সানি সরকার

রাতের সুখ পাখি

নীরব নীরস মুখখানি বড়ই বিবর্ণ,
ভূতলে লুটাইত অর্ধমৃত অতি শীর্ণ
রাস্তার এককোণে ভীষণ ভিড়ে ,
জমেছে উৎসুক চোখ ধীরে ধীরে

শীর্ণ চেতনাহীন সে ছিন্ন বসনা,
তাহারে দেখিবারে মনে যত এষণা
চিবুকের ধার বেয়ে রক্তের ধারা,
শায়িত পথের 'ড়ে হয়ে জ্ঞান হারা

শুধায় জনে জনে যা আসে মনে ,
হরেক রকম ভাবনার ক্ষণে ক্ষণে
নির্লিপ্ত আঁখিদ্বয়ে কেবলই হতাশা ,
আপনারে প্রকাশিতে নাই কোনো ভাষা

জলের ঝাঁপটে কাঁপন আসে ঠোঁটে ,
হুহু করি কান্নার ঢেউ আছড়ে পড়ে তটে
অতি ধীরে ধীরে অস্পষ্ট স্বরে ,
কাল নিশির বিভীষিকা ব্যক্ত সে করে

জনা চারি মদ্যপ পাশবিক আচরণে,
শরীরের জ্বালা খানি মেটায় মহারণে
সাঙ্গ হলে মহারণ শতচ্ছিন্ন বেশে ,
এলোকেশী মলিন আমি পরিত্যক্ত শেষে

নরম মাংসপিণ্ড লোভে উন্মত্ত কামুক,
যৌবন সুখ মেটানোর আশ এবারে থামুক
রাতের পথ হোক উন্মুক্ত সবার তরে,
একাকিনী পথিকেরাও ফিরুক ঘরে





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন