০৩ আগস্ট ২০১৬

সৌরভ হোসেন

শেষপাতার অক্ষর

একটা কবিতাকে নৌকো বানিয়ে ভাসিয়ে দিলাম
তোমার উঠোন-নদীতে
বিকেলের গাভীন মেঘকে বলে দিও...
রাত্রির বালিশে আঁকব খাজুরাহোর মৈথুন
স্বপ্নঘুম আর শেষপাতার অক্ষর যেন এক্ষুনি কেটে না নেন
শেষ ট্রেনের টিকিট
পাঠশালার জীবন এখনও আমার চামড়ায় কষে যাচ্ছে--  নিঃশ্বাসের অঙ্ক
এবার থেকে শ্মশানের পুরাতত্ত্বকে বলে দিও --
ছাই এর আকাশেও ভাসিয়ে দেব কবিতার ক্ষত শরীরনাভীর চর্যাপদকিংবা 
শেষ বিকেলের খুনসুটি 
এসো জানালা খুলে দাও
শেষ হাওয়া-চুম্বনটা এক্ষুনি সেরে নি



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন