০৩ আগস্ট ২০১৬

বুদ্ধদেব দাস

আমার বাংলা

বাংলা আমার মায়ের নাম গো
বাংলা আমার পিতা
বাংলা যে আমার বুকের বল
বাংলা মুখের কথা

বাংলা দুটি চোখের তারায়
বাংলা আমার লেখায়
বাংলা আমার জীবন মরণ
বাংলা মাঝির নায়

বাংলা আকাশে বাতাসে
বাংলা খুঁজি সাগরে
বাংলা ফুলে বাংলা সুতোয়
বাংলা মালা গাঁথরে

বাংলা গাছের সবুজ পাতায়
বাংলা রক্ত লালে
বাংলা সূর্য চাঁদের কিরণে
বাংলা চাষির লাঙ্গলে।।

বাংলা স্বাধীন সত্য সুন্দর
বাংলা ভূমি বন্দনা
বাংলা মাঠে বাংলা ঘাটে
বাংলা ফুল মন্দ না

বাংলা হাওয়া সবুজ ধানে
বাংলা দে দোল দে দোল
বাংলা স্বপ্ন জাগরণে
বাংলা মায়ের কোল

বাংলা মায়ের সোনার ছেলে
বাংলার বাড়ায় মান
বাংলা আমার মন ছঁইয়ে যায়
বাংলা ভাষার গান





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন