০৪ আগস্ট ২০১৬

ইন্দিরা দাস

চাঁদমামা

বাঁশ বাগানের মাথার ওপর
চাঁদ ওঠে না আর,
শোলোক বলা কাজলাদিদির
খোঁজ মেলাও ভার
চাঁদ ওঠে  আজ ফ্ল্যাটের ওপর
দেখা পাইনা তাই,
কাজলাদিদি পার্লারে যায়
বলে বাই বাই
চাঁদ যদি বা ওঠে তবু
ফুল ফোটে আজ কম
গাছ লাগাতে যাচ্ছি ভুলে
কেমন রকমসকম
টিপ দিতে আর আসে না মামা
কাজল পড়া বারণ,
সত্যি বাবা যুগে সব
অদ্ভূতুড়ে কারণ
অনেক কিছু বদল হল
হয়নি কতক কটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী আজও
ঝলসানো এক রুটি
মা আজও আদর করে
বলে চাঁদের কণা,
আয় আয় চাঁদ মামা

টিপ দিয়ে যা না



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন