০৪ আগস্ট ২০১৬

অভিজিৎ রায়

মিলন

পৃথিবীর কাছে যত
অন্ধকার আড়াল চেয়েছি,
আলো তত ফিরে গেছে
সঙ্গীহীন নিজস্ব জগতে,
আলোদের ভুলে থেকে
অন্ধকার শরীরে মেখেছি,
ক্ষোভহীন, দায়হীন
বেঁচে আছি বাঁচার নেশাতে।

কত শত অজুহাতে
আমাদের বাঁচার দলিল,
একদিন খুঁজে পাবে
আগামীর সবুজ ভ্রুণেরা,
পাতাদের খাদ্যাভাবে
নড়ে চড়ে বসে ক্লোরোফিল,
সূর্যালোক চুমু খায়,
জ্যোৎস্নায় বালির কনেরা।

মেঘ শুধু কেঁদে যায়,
মানুষের সুখে ও শোকে;
বৃষ্টি শুধু মেতে থাকে
নিজেদের নিজস্ব আবেগে,
আমি আজ আলো নয়,
ব্যস্ত থাকি আঁধার পরখে,
সঙ্গী তাই দূরে থাকে
নিছকই অভিমানে, রাগে।

আলো নিয়ে একা বাঁচা
অন্ধকার খুঁজে চলে মানে,
আলো আর অন্ধকার
মিলে যায় শরীরী মিলনে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন