০৩ আগস্ট ২০১৬

খুশবু আহমেদ

রুপোলি ঘুম

       রাত আজ ডাকছে আমায়,
       ঘুম মিশেছে শিরায় শিরায়
       আকাশ খেলবে চাদে হোলি,
        রুপোলি রঙে স্বপ্ন মেখে
        তবু আছি আলোর অপেক্ষায়|

        জ্যোৎস্না রাতে তারার হাসি
       নি:ঝুম উল্কার পতন,
      কিংবা শতাব্দী পরে ধূমকেতুর আগমন!
      ঘুম আজ ছায়াপথের সঙ্গী হয়ে ,
      রাতের আলোর গন্ধে ভিজবে!




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন