০৩ আগস্ট ২০১৬

প্রদীপ চৌধুরী

অজানা অস্তিত্ব

প্রান্ত বিকেল বেলায় আবছা আলোর নীচে
সূর্যের সাথে ডুবে গেছো তুমি,
অন্ধকারে মলিন হয়েছে তোমার অস্তিত্ব
মহা শূন্যের মাঝে বিলিন হয়েছে তোমার রঙ|
আমি নতুন সকালের আশায় বসে আছি
সূর্যের আলোয় তোমাকে দেখবো বলে|
তুমি মেঘের সিঁড়ি বেয়ে নেমে এসো
একবার
তারপর আবার হারিয়ে যেও দিগন্তের শেষে
মিলিয়ে যেও কালো মেঘে, ডাকবো না তবু আর|
পিছু ফিরে তখন তুমিও তাকিও না
আমার দিকে
শুধু বলে যাও তোমার ঠিকানাটা|
সেই অজানা অস্তিত্ব খুঁজে নেব আমি

তোমার পথ চেয়ে



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন