০৩ আগস্ট ২০১৬

দেবজিৎ মুখার্জী

প্রতিভা বিক্রি

মাকু সেকু বলে যত দাও গালাগাল
পার্ক স্ট্রীটের র্ধষণ নয় মিছে,
অনিতা দেওয়ান যত লেখো কবিয়াল,
কামদুনি ধাওয়া করবেই পিছে  পিছে ...

চৌত্রিশের চুরি পর্বের স্মৃতি
সারদা কিংবা নারদায় এসে মেলে,
রাস্তার মোড়ে বাজে র্ধষণ গীতি,
গাইছে সবুজ দামাল দুষ্টু ছেলে ...

আমাদের খুব মন খারাপ যেনো 
শুনতে পাইনা মদনমোহিনী সুর,
তিনশ বছর সময়ই তো নয় কোনো
পা চাটা পুরুত যেতে পারে কত দূর ?

যে মন্চে বুদ্ধিজীবির দল
ওদের যৌবন ছিল উত্তাল বাম ঘেঁষা,
সব আমলের ক্ষীর টুকু নিয়ে দখল
মন্চ বদল ওদের আজকে পেশা ...

বারাসাতের সেই দলহীন যুবক
ইভটিজিং এর প্রতিবাদে শেষমেশ,
জুটল কিছু মরোণত্তর স্তবক
কলার খোসার মত ছাড়ানো এই দেশ ...

ইচ্ছে মত সব যত খুশি খাও 
ইচ্ছে মত হও প্রগতিশীল,
তারপর রাতে বিক্রি দেদার হও
স্বাধীন এদেশে শুধু আকাশের চিল ...





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন