০৩ আগস্ট ২০১৬

বিবস্বান

ভালো আছি

আমার খুব ভালো লাগছে চুপ করে গিয়ে
আমি দেখতে পাচ্ছি
অনন্ত প্রেমিকারা ধূপ হয়ে উশ্রী নদীর তির
আনন্দের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে
চুপ করে গিয়ে  খুব ভালো লাগছে আমার
এইভাবে লিপিরা অপেক্ষা হয়ে ওঠে
সময়ের শরীরে বেড়ে ওঠে ঘাস
যে চুপ করে গেছে, দেখে
না হওয়া স্বপ্নেরা তাদের মতোই
কোনো বিশুদ্ধ একা খুঁজে পেয়েছে
এমন স্বপ্ন যে ছেড়ে যায় না ভোরে

আমার খুব ভালো লাগছে চুপ করে গিয়ে

আমি সুর্যাস্তের শহর দেখছি
সবাই না বলা কথাগুলো ছুঁয়ে নিচ্ছে ফুলে
সব ভাঙনে পারের দায়
থেমে যাওয়ায় বিশ্বাস নেই নদীর

আমারও তো রাত হয়ে এলো

খুব ভালো লাগছে আমার,


চুপ করে গিয়ে  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন