০১ নভেম্বর ২০১৩

কবিরুল ইসলাম কঙ্ক

রাঙা মেঘের হৃদয় ঝলক

কবিরুল ইসলাম কঙ্ক



সিদ্ধান্ত লিখে টাঙিয়ে দিলেই মেনে নিতে হবে
                  এমন কেউ দিব্যি দেয়নি
এই যে বুকের উপর চলছে স্টিম রোলার
মানুষকে বানিয়ে দিচ্ছে পাথর, মাটি

শক্ত মাটির ভেতর সুপ্ত বীজ
বর্ষার স্পর্শে মাথা চাড়া দেবেই
হিমযুগ পেরিয়ে সে বন্দি অতিথি
আকাশের পানে একদিন মেলে দেবে ডানা

এটাই বিপ্লবের প্রথম অধ্যায়
সুতরাং সাবধানে পা ফেলোহে রাজা











কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন