০৫ নভেম্বর ২০১৩

জুঁই সরকার

অতঃপর
জুঁই সরকার 

শরীর ভেজা সলতে
তোমার প্রদীপে আগুন জ্বেলে
ভেসে যাই নদী

যতক্ষণ ভেসে থাকা যায়

যতটুকু ক্ষমতা জীবনের

ক্ষেপাটে সিজিওনাল
শীতকাল অনেক পুরোনো ঘরবাড়ি ঘুরে আসে
মনে হয় আমাদের চাঁদ আলো বদলায়

অতঃপর

কুমারীত্ব ভাঙনের সূত্র ধরে
অভিমানের প্রাচীর দৃঢ় হয় 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন