০৫ নভেম্বর ২০১৩

জুবিন ঘোষ

ক্ষেপুর চতুর্দশপদী 
জুবিন ঘোষ    


এসো মেঘ কচিকাঁচা রুদ্র সে ব্রততী    
রাজর্ষি মিলনে ফোটেন এক প্রগতি     
দাও খুলে কবি কঙ্ক নির্মাল্যে সুমনা   
ইন্দ্রের অনুপ নয়  কৌশিকী রচনা   
তন্ময় অলোক যত, প্রলয় লঙ্ঘিতা   
ঊষসী সূরজের প্রাণ হরি মৌ পৃথা 
মামণি দাও আজ পুণ্য হে ঋষি শ্লোক
অত্রই অমিতাভ সুমিতি কৃপালোক 
বিদিশার বিধান তুমি উল্কার স্রষ্ঠা   
বাণী দাও ব্রত দাও, হে সর্বৈবদ্রষ্টা   

বিমোচন নির্ভার কুন্ঠা মনের আলো 
অনন্যা জয়দীপে রত্ন প্রদীপ জ্বালো 
জেনো শাশ্বত থাকবে অনুপম সত্য 
ভোরে তিতির হয়ে প্রাণভরে ওড়-তো




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন