০৫ নভেম্বর ২০১৩

প্রাণজি বসাক

হে 

প্রাণজি বসাক 


কিছু কথা বাকি থেকেই যায়
সারারাত বর্ষা --- বর্ষায় ভেজা
কথা আর আঁচল স্বপ্নময়
আষাঢ় না শ্রাবণ অজানা সে কথা

রাত জুড়ে শব্দরা এলো
দূরান্তের শহর থেকে
অবুঝ ভাষা আর নানা উপকথা
শরীর থেকে নানা ছায়া বাড়ায় হাত

আমার ভিতর অসংখ্য তারারা
ভিড় করে --- গাছে আসে কুসুম
গায়ে মাখা মুগ্ধ গন্ধে নেশা লাগে
ঝোড়ো হাওয়ায় অবুঝ ইন্দ্রজাল

ক্রমশ আয়ু কমে ঘুম আসে
চাদ্দিকে এতো আলো
এ কোন বিশ্বরূপ ... হে  




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন