০৫ নভেম্বর ২০১৩

দেবাশিস সাহা

ভূতরাত 
দেবাশিস সাহা


পোষা বাড়িগুলো রঙমশাল
ইচ্ছেহাত প্রদীপ জ্বালে
তুমি চৌদ্দ শাকে চতুর্দশী রাত
শাকচুন্নি বেশে আমার অন্ধকার
বাজীর ইশারায় রাত নামে
ভূতেদের গ্রামে            

তোমার পোষা আলোর হাতে রাতের রাক্ষস
ঈশ্বরের জানালায় চাঁদের চিবুক 
আমাদের রাত চিবুক নাড়তে নাড়তে এগিয়ে দিচ্ছে বেডরুম
জ্যোৎস্না মেখে অপেক্ষা করছে গন্ধ
দেরী করে আসবে সকাল
দুপুর বলবে সুপ্রভাত     

সেলুনের আত্মহত্যা  
 রাতের ছদ্মবেশে আততায়ী চুল
গাছেদের প্রত্যাবর্তনে তোমার দেওয়ালী
এক-একটা জলস্তম্ভ রঙমশাল যেন আলোকিত হাসিরঙের তুমি
সবার গোপন কালো মুছে দিচ্ছো আলোয়.....








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন