০১ নভেম্বর ২০১৩

বিশ্বজিৎ মণ্ডল

তন্তবায় 
বিশ্বজিৎ মণ্ডল 

অদম্য প্রেতের মতো হেঁটে গেছি একা
চারপাশে ছড়ানো অভাবী অন্ধকার
ভুলে গেছি --- কবে কোথায় গড়েছিলাম আবাদ
পাড়-খেকো নদী একদিন ধুয়ে দিয়ে গেছে
প্রজন্মের গোলার্ধ

তারপর পৃথিবীর প্রাচীন তাঁতির মতো

জনপদ জুড়ে এঁকে গেছি যন্ত্রণার সুদীর্ঘ রুমাল 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন