০৩ নভেম্বর ২০১৩

পৌলমী চক্রবর্তী


কদম ফুলের স্বপ্ন 

পৌলমী চক্রবর্তী


তোর কথায় এক পশলা বৃষ্টি নামে বুকের গহিনে,
কাদাময় বালিয়াড়ি ভেঙে এগিয়ে যায় যে মন,
শুকনো গাছের ডালে গিরগিটি হয়ে, অতীত বেয়ে
ফিরে আসে আবার...
প্রচ্ছন্ন হৃদয়ে নিঃশ্বাসের ওঠানামা ধীর হতে থাকে,
যখন দেখি আমার আঁচল ভিজেছে মন খারাপের ছাঁটে,
তখন দিনান্তে তুলি মেঘলা মাখা স্মৃতি
আর ফেলে আসি তোর আমার গোপন অভিসারের ডেরা।
যে ভালবাসা লহমায় হয়েছিল,তার সমস্ত যন্ত্রণায়
মিশে যাস তুই...
আর আমার অলীক স্বপ্নগুলো কদম ফুলের থোকা হয়ে
ঝড়ে পরে আমার উঠোন জুড়ে।









কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন