০৯ নভেম্বর ২০১৩

সুবোধ সরকার

বাংলা 
সুবোধ সরকার 


দুঃখ কষ্ট কার ঘরে নেই, আছে আমাদেরও ঘরে
আশায় আশায় তবু আমাদের বুক ধকধক করে ।

বাংলা ভাষায় ঝড় উঠেছিল, উঠেছে আবার ঝড়
এই জনপদে, এই ভাষাতেই তোমার আমার ঘর ।

কাকদ্বীপ থেকে কোচবিহারের পথে পথে ভাইবোন
‘মণি, মণি’ বলে কে যেন ডাকছে, ছুটে যায় কাঞ্চন ।

সোনার ছেলেরা কেন ভিনদেশে সোনা খোঁজ করে ফেরে ?
আমরা কি তবে হারার আগেই বসে আছি সব হেরে ?

হতেই পারে না, লক্ষ লক্ষ হাতের ওপরে হাত
সব বাঙালিরা বাংলা বললে ঘটে যাবে বাজিমাৎ ।

আছে অনাহার, আছে মারামারি, তবু আছে ভালবাসা
গর্ব করার মতন রয়েছে একটি মাতৃভাষা । 

আমরা গরিব, তৃতীয় বিশ্ব, বেঁচে আছি জেদ ধরে
পৃথিবী দেখুক সোনার ছেলেরা এখনো যায়নি মরে ।  






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন