০৯ নভেম্বর ২০১৩

শ্যামলকান্তি দাশ

তথাস্তু 
শ্যামলকান্তি দাশ 


বনের বাঘ, পথ ভুল করে লোকালয়ে ঢুকে পড়েছি,
একটু হালুম হুলুম না করলে চলে ?
এইটুকুই তো বাঘের অলঙ্কার !
মনের দুঃখে আজ সারাদিন ঝাঁপাঝাঁপি করলাম,
হুঙ্কার দিলাম । কেউ ঘুরেও দেখল না ।

অঞ্চলপ্রধান বদ রাগী মানুষ
পেটে লাথ মারলেও এক ছটাক বিদ্যে বেরোবে না ।
তিনি আমাকে ঘাস পাতার পাহাড় দেখিয়ে বললেন :
যান, খেয়ে নিন,
বেশি চেঁচালে জিভ ছিঁড়ে ফেলব কিন্তু !

তাঁবুর ভেতর থেকে তাঁকে একবার
জুলজুলে চোখে নিরীক্ষণ করলাম,
তারপর অস্ফুট শব্দে বললাম : তথাস্তু ! 



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন