০১ নভেম্বর ২০১৩

রাজকুমার শেখ

মন বাউল, কাঁদি রে তোর লাগি 
রাজকুমার শেখ 


তোকে ঘরের কোণে রাখব বলে তো আসিনি
রোদে নিয়ে যাবো
স্নান করাবো
তারপর ছোট্ট নদী পেরিয়ে
বাউলের আখড়া
রোদ আছে বলেই কবিতা আসে মনে
উষ্ণতায় জড়িয়ে ধরি মৃত্যু
ঘরের কোণে ধুলো পড়া একতারা
কাঁদে শুধু কাঁদে---

রোদে নিয়ে যাব তোকে
এই হাতের কাছেই জন্ম তৃষ্ণা
মৃত্যু থাক দূরে---
বাউল আমার ঘর ছেড়েছে
ছাতিম গাছের পাতার ফাঁকে
দেখ--- রোদ উঠেছে--- 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন