০৫ নভেম্বর ২০১৩

রাজন গঙ্গোপাধ্যায়

বিকেলের শবাধার 
রাজন গঙ্গোপাধ্যায় 


মৃত প্রজাপতি বিকেল অদূরে মায়া
ফুলে ফুলে ভ্রম, ভ্রমর ঘুরছে মন
ফাঁকা মাঠে যেই, পড়ে আছে ঝরা পাতা
তোমার পথে বিস্মরণের গান
সুরে পোড়া দাগ, চিহ্ন বুজেছে নাবিক
সাদা বক তবু উড়ে উড়ে উড়ে আসে
জলে খেলা করে অথৈ জলের মাছ

নাবিকের চোখ নগ্ন দেখেছে কাকে
সাদা পাতা জুড়ে জলীয় জীবন লিপি
জানালা কপাট ভিজানো চায়ের কাপ
পাতা খসানোর শব্দে যে বুক কাঁপে
চলে যাও চলে যাও, --- চলে যাই
মৃত বিকেলের শবাধার ঘিরে থাকি । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন