০২ নভেম্বর ২০১৩

ইন্দ্রাণী সরকার


বসতি

ইন্দ্রাণী সরকার 

জীবনে বেঁচে থাকার মানে
মাঝে মাঝে যেন হারিয়ে ফেলি |
ভেবেছিলাম দুজনে বেঁধে নেবো
ঘর এই বালুচরে অজানা সীমান্তে
ঝড় আসে যদি আসুক
ঢেউ ভেঙে পরুক উথালি পাথালি,
ঘর যদি ভেঙে দিয়ে যায়
গড়ে নেবো আবার চোরাবালিতে |

সহসা কি যেন ঘটে গেল,
বিদ্যুত্ ঝলসে উঠল আকাশে
কঠিন পাঁজর ভাঙল ভীষণ আঘাতে
বাজ হেনে গেল কেউ বিশ্বাসী মনে |
কি লাভ, কি লাভ এই অবিরত
ঘর ভাঙা আর গড়া মিথ্যের বসতে
যে ঘর শুরুতেই ছিল না কখনো
কেবলি কল্পনায় আনমনে আনমনে










কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন