০৩ নভেম্বর ২০১৩

মিলন চট্টোপাধ্যায়


দেবত্ব অথবা অক্ষমতা

মিলন চট্টোপাধ্যায়


পাশাপাশি হেঁটে গেছি একটা বছর
হাতে হাত, প্রয়োজনে নির্দ্বিধায় কাঁধ ।
ঝড় আস্‌লে - আড়াল করেছি
সবটুকু দিয়ে ।

কেবল প্রেম বলবে একে ?
অথবা মায়া ?
নাকি তার থেকে আরও, আরও বেশী কিছু !

সমক্ষে ধরিনি হাত, সযত্নে লুকিয়ে রেখেছি
শুধু সমাজের ভয়ে ।
ঝগড়া, গালাগাল -
এক বিশেষ অবস্থায় অর্থ পাল্টায়
যখন ধ্রুবক হয়ে যায় ভালোবাসা ।

তোমাকে সুখী দেখে ছেড়ে দিতে পারি সব,
এমনকি আমার কলমকেও
বলতে পারি - এবার ছুটি নাও !

এইটুকু জেনে রাখ -
পার্থিব সবকিছু ভালোবেসে ছেড়ে
রাক্ষসের ভালোবাসা ...
দেবত্বে উন্নীত হয়েছে !






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন