০৫ নভেম্বর ২০১৩

বিধান ঘোষ

শেষ সঞ্চয় 

বিধান ঘোষ 


ঘন কালো মেঘে ঢেকে যায়
শ্রাবণের শেষ বিকেল ।
পুব আকাশে বিদ্যুতের ঝলকানি
পাখিরা ঘরে ফেরে ।
বৌবাজারে জীর্ণ গলিতে
হাঁক দিয়ে যায় হকার ।
জীবনের বড় হওয়ার দৌড়
ছেলেটা ছোটে রাতের কলেজে ।
শ্রাবণের কদম ফুল
এখনও মেলেনি আজ ।
তবু রাত শেষ হলে
যেতে হবে গাঁয়ে ফিরে ।
সেখানে গাছের তলায় বসে
এক খানি কবিতা লিখবো ।
জীবনের শেষ সঞ্চয় নিয়ে
বেঁচে থাকা যাবে । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন