০৩ নভেম্বর ২০১৩

ইন্দ্রনীল তেওয়ারী


কিছু বেলাইন

ইন্দ্রনীল তেওয়ারী

.
নিঃশব্দে কয়েকটি ঘুম চলে যায় ঘুমের দেশে
আমাদের সকাল তবু জেগে ওঠে না
.
কিছুটি নিলে কিছুটি দিতে হয় 
হৃতপিন্ডের সবকটি শব্দ দিলাম তোমায়
আমাকে একটি করুন মৃত্যু দিও
.
এই যে তুলে নিচ্ছ হাসি
লিখে লিখে জানাচ্ছ কান্না

তোমার জন্য অনেক বয়স্ক রাত পার করেছি
ঘুমহীন চ্যাট এর দেয়ালে দেয়ালে 
.
কতদিন ঘুমোতে দেবে না আমাকে ?
কতদিন ছুয়ে থাকবে আঙ্গুল কী বোর্ড ?

স্ক্রিন থেকে ছিটকে বেরিয়ে এসে গুমখুন করে যাও আমায়
.
সবুজের অন্য কোনো মানে থাকতে নেই বুঝি ?
তবে কেন ঘাসের দিকে তাকেলেই কিছু অক্ষর ফুটে ওঠে ?
.
কোনো এক আকস্মিক মাঝরাতে তুমি চিরহরিত হয়ে উঠবে 
এইরকম কিছু বেলাইন ভাবনার কারণেই সোশ্যাল সাইট গুলি
জেগে বসে আছে অনন্ত অন্ধকার রাত
.
যে যার ঘুম হাতে নিয়ে বসে থাকি আমার সবাই 
সুন্দর গভীর রাত এলে চোখে জড়িয়ে নিতে হবে






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন