০২ নভেম্বর ২০১৩

মামনি দত্ত


আবার ফিরে চলা

মামনি দত্ত

তারপরও একেকটা রাত ফ্রেমের নীচে কেটে যায়,
যেটুকু চুইয়ে পড়ে রক্তফোঁটা তাতেই ভেসে থাকে অনন্য সময়,পান্ডুলিপির ক্ষয়ে
যাওয়া পাতায় জেগে থাকে চিৎকার আর অবাধ্যতা-
চেয়ার টেবিল ঠেলে আমাকে দাঁড়াতে বাধ্য করে চৌরাস্তার মোড়ে, দেখি একে একে
পাড় হয়ে যাচ্ছে বিক্রেতা, রাস্তা জুড়ে কেবল অগোছালো পন্যবাহী যান।
এর মধ্যেই জমকালো ঋতুকালীন কিছু উৎসব
বুদবুদ হয়ে উড়ে যায় , তারদিকেই দৌড়াতে থাকে মায়ের কোলভাঙা কয়েকটি
বাচ্চা।পৃথিবীময় অতৃপ্তি গাঢ় হলে ইদানীং
খোলা কপাট পেয়ে এক আলুথালু রমনী পসরা খুলে বসে,
দিন শেষে তার খালি ঝুড়িতে লেগে আছে হাসি বিলানো বন বাদার।
তার স্রোতে নির্বাসন মেনে নিয়ে ফিরে যাই আরেকবার হিম নিঃসঙ্গের পাতায় পাতায়,
যেখানে কোন রাত মানেই অনিবার্য পুনর্জন্ম নয়।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন